শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫  |   ২৮ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৫ আগস্ট ২০২৪, ২০:৫৮

হিউম্যানিটিস অর্গানাইজেশনের সাথে মতলব দক্ষিণ থানার পুলিশের শুভেচ্ছা বিনিময়

মুহাম্মদ আরিফ বিল্লাহ
হিউম্যানিটিস অর্গানাইজেশনের সাথে মতলব দক্ষিণ থানার পুলিশের শুভেচ্ছা বিনিময়

মতলব দক্ষিণ উপজেলার জনপ্রিয় স্বেচ্ছাসেবী সংগঠন হিউম্যানিটিস অর্গানাইজেশনের পক্ষ থেকে মতলব দক্ষিণ থানা পরিদর্শন এবং অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত)  সালেহ আহমেদকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়েছে। গত ১৫ আগস্ট বিকেলে মতলব দক্ষিণ থানা কার্যালয়ে সংগঠনের সভাপতি মো. ফরহাদ আহমেদ আলীর নেতৃত্বে স্বেচ্ছাসেবীবৃন্দ এ কার্যক্রম সম্পন্ন করেছে।

এ সময় অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত)  সালেহ আহমেদ জানান, আমরা প্রশাসনে নতুন রূপে ফিরে এসেছি। আমাদেরকে বিভিন্ন মহল সহযোগিতা করছে।  বিশেষ করে তরুণ ছাত্রদের  সহযোগিতা বেশি প্রয়োজন।  তিনি আরও বলেন, তরুণ ছাত্রদের সহযোগিতা পেলে  আমরা সুন্দর একটি মতলব উপহার দিতে পারবো। 

শুভেচ্ছা বিনিময়ের এক পর্যায়ে সংগঠনটির দায়িত্বশীলরা বিভিন্ন বিষয় নিয়ে অফবসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) সালেহ আহমেদ এর সাথে বিভিন্ন বিষয়ে  আলোচনা করেন। তারা গত কয়েক দিনে বিভিন্ন মন্দির পাহারা, পরিদর্শন এবং সংখ্যালঘুদের জন্য গৃহীত কার্যক্রমের বিবরণ দেন। সংগঠনের নেতৃবৃন্দ বলেন,  মতলব দক্ষিণ থানার প্রতিটি পুলিশ  সদস্য আমাদের আপনজন। আমাদের সামর্থ অনুযায়ী আপনাদের পাশে সব সময় আছি।

শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, হিউম্যানিটিস অর্গানাইজেশনের সিনিয়র সহ-সভাপতি মো. শরিফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আনাস প্রধান, মো. নাজমুল ইসলাম প্রধান, মো. লিমন প্রধানসহ অন্যান্য সদস্যবৃন্দ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়